প্রতিনিধি ২২ জুলাই ২০২০ , ৮:০৫:৫৮ প্রিন্ট সংস্করণ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় বিনাম‚ল্যে ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক খামারির মাঝে উন্নত জাতের পাকচুং ঘাসের কাটিং বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় কৃষি ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ প্রধানমন্ত্রী পুরষ্কার প্রাপ্ত জয়নাল এগ্রো ফার্মের স্বতাধিকারী মো. জয়নাল আবেদীনের নিজ উদ্যোগে উপজেলার সিট আলোকডিহিতে তাঁর নিজ খামারে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপুল চক্রবর্তী। এ বিষয়ে প্রধানমন্ত্রী পুরস্কারপ্রাপ্ত মোঃ জয়নাল আবেদীন বলেন, এ ঘাস খেলে গরু অতিদ্রæত মোটাতাজা হয় ও অধিক দুধ দেয় প্রাণিসম্পদ বিভাগের এমন পরামর্শে কয়েকবছর আগে প্রায় ২ একর জমিতে পাকচুং ঘাস রোপণ করি। যা দিয়ে পরবর্তীতে আমার খামারের গরু গুলোকে খাওয়াই ও বিক্রি করি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপুল চক্রবর্তী এমন উদ্যোগকে সাধ্বুাদ জানান।