দেশজুড়ে

গণমাধ্যমের কল্যাণে ভাগ্য পরিবর্তন অনিমার

  প্রতিনিধি ৮ আগস্ট ২০২১ , ৮:০৪:০৪ প্রিন্ট সংস্করণ

সুপক রঞ্জন উকিল,
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

গণমাধ্যমে খবর প্রকাশের পর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের মাঝি মাখন রবিদাসের স্ত্রী অনিমা রবিদাসের ভাগ্য পরিবর্তন হলো কাঙ্খিত সেলাই মেশিন হাতে পেয়ে।

বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে উপজেলা প্রশাসন মহিলা অধিদপ্তরের উদ্যোগে অনিমা রবিদাসকে এই সেলাই মেশিন দেয়া হয়।

ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, অনিমা রবিদাসের হাতে সেলাই মেশিন তুলে দেন।

এর আগে গত ৫ জুলাই গণমাধ্যমে ‘স্বামী চায় কর্মসংস্থান, স্ত্রী সেলাই মেশিন, শিরোণামে একটি খবর প্রকাশ হয়। প্রকাশিত সংবাদে সুরিয়া নদীর নয়ানগর বাউশালী পাড়া ও দক্ষিণ বিশিউড়া গোদারাঘাটে নতুন সেতু হওয়ায় কর্মহীন হয়ে পড়ে মাখন রবিদাস ওরফে মাখন মাঝি। এই অবস্থায় মাখনের স্ত্রী অনিমা রবিদাস সেলাই কাজ জানলেও অভাবের তাড়নায় সেলাই মেশিন কিনতে পারছেনা এমন বিষয় উঠে আসে খবরটিতে।
এদিকে খবরটি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও এমপিপুত্র তানজীর আহমেদ রাজীব তার বাবা নাজিম উদ্দিন আহমেদ এমপির নজরে আনেন। পরে এমপি মহোদয় মহিলা অধিদপ্তর এর মাধ্যমে সেলাই মেশিনের ব্যবস্থা করে দেন। তখন গৌরীপুর উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by