আন্তর্জাতিক

গাজায় প্রতিদিন পঙ্গু হচ্ছে গড়ে ১০ শিশু: জাতিসংঘ

  প্রতিনিধি ২৬ জুন ২০২৪ , ৩:০৩:২১ প্রিন্ট সংস্করণ

গাজায় প্রতিদিন পঙ্গু হচ্ছে গড়ে ১০ শিশু: জাতিসংঘ
ছবি: সংগৃহীত

গাজার যুদ্ধে প্রতিদিন গড়ে ১০ শিশু তাদের একটি বা উভয় পা হারাচ্ছে। মঙ্গলবার (২৫ জুন) জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ’র প্রধান ফিলিপ লাজারিনি।

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের পরিসংখ্যানের বরাতে লাজারনি বলেছিলেন, এ সংখ্যাটি শুধু পা হারানোর। এর বাইরেও ‘বাহু এবং হাত হারানোর মতো এমন আরও অনেক ঘটনা রয়েছে।’

লাজারিনি বলেছিলেন, গড়ে ‘প্রতিদিন দশটি শিশু মানে নৃশংস এই যুদ্ধের ২৬০ দিনেরও বেশি সময় পর প্রায় ২ হাজার শিশু পঙ্গু হয়েছে।’

অস্ত্রোপচারের মাধ্যমে এসব শিশুদের অঙ্গচ্ছেদ প্রায়ই ‘বেশ ভয়ানক পরিস্থিতিতে এবং কখনও কখনও অ্যানেস্থেসিয়া ছাড়াই’ করা হয়েছে। লাজারিনি বলেছেন, গাজার শিশুরা আজ ‘চড়া মূল্য’ পরিশোধ করছে।

সোমবার সেভ দ্য চিলড্রেন প্রকাশিত একটি প্রতিবেদনের উল্লেখ করে তিনি বলেন, গাজায় চলমান এই সহিংসতায় আনুমানিক ২১ হাজার শিশু নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, এর মধ্যে অন্তত ১৭ হাজার শিশু সঙ্গীহীন, আরও প্রায় ৪ হাজার শিশু ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে নিখোঁজ এবং একটি অজানা সংখ্যক শিশুকে গণকবর দেওয়া হয়েছে।

সূত্র: এএফপি

আরও খবর

Sponsered content