আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে চার লাখ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

  প্রতিনিধি ৯ এপ্রিল ২০২০ , ১:৪৮:২৭ প্রিন্ট সংস্করণ

মাসখানেক আগেও করোনাভাইরাস মহামারিকে খুব একটা পাত্তা দেয়নি মার্কিনিরা। অথচ দেখতে দেখতেই দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন চার লাখেরও বেশি মানুষ। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৫ হাজার ১২৮ জন। ,,

আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের ধারেকাছে নেই আর কোনো দেশ। মৃত্যুসংখ্যায় ইতালি-স্পেন কিছুটা এগিয়ে থাকলেও যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে আগামী এক-দু’সপ্তাহের মধ্যেই হয়তো মৃত্যুতেও শীর্ষে চলে যাবে যুক্তরাষ্ট্র।

দেশটিতে এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ হাজার ৭৯৫ জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে।

আরও খবর

Sponsered content

Powered by