ঢাকা

গাজীপুরে করোনা পরিস্থিতির উন্নতি

  প্রতিনিধি ১৯ জুলাই ২০২০ , ১২:১০:১০ প্রিন্ট সংস্করণ

সংক্রমণের অতি ঝুঁকিতে থাকা গাজীপুরে করোনা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আক্রান্ত আর মৃতের হার কমছে, বাড়ছে সুস্থতার সংখ্যাও। তবে সিভিল সার্জন, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। জেলা প্রশাসক লোকসমাগম কমাতে নানা উদ্যোগের কথা জানান।

শিল্পনগরী গাজীপুরে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয় গেল জুন মাসে। করোনা টেস্ট ও পরীক্ষার ফলাফলে প্রথমে ভোগান্তির নানা অভিযোগ উঠলেও পরবর্তীতে মানুষের সচেতনতা ও স্থানীয় প্রশাসনের নজরদারিতে অনেকটা কমতে শুরু করে সংক্রমণ ও মৃত্যুর হার।

সিভিল সার্জন অফিসের তথ্য মতে, গত মাসের প্রথম সপ্তাহে গড়ে প্রতিদিন ৬৫ ও দ্বিতীয় সপ্তাহে ৬৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। যা চলতি মাসে এসে কমে দাঁড়িয়েছে গড়ে প্রতিদিন ৩৪ জন করে।

এদিকে সুস্থতার তালিকাতেও এসেছে বড় স্বস্তির খবর। জুন মাসে ৭শ জন সুস্থ হয়েছেন।

আর চলতি মাসের ১৭ তারিখ এখন পর্যন্ত করোনা থেকে মুক্তি পেয়েছেন ১ হাজার ২শ’র বেশি রোগী। কমেছে মৃত্যুর হারও। সংক্রমণের হার কমতে থাকায় কিছুটা স্বস্তি ফিরে এলেও আতঙ্ক পুরোপুরি পিছু ছাড়েনি জেলাবাসীর।

সংক্রমণের গতি নিম্নমুখী ধরে রাখতে আসন্ন ঈদ বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বলে জানান গাজীপুর সিভিল সার্জন ডা খাইরুজ্জামান।

আর গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম লোকসমাগম নিয়ন্ত্রণে কোরবানির পশুর হাট অনলাইনে জোর দেয়াসহ মসজিদে ঈদের নামাজ আদায়ের কথা বলেন।

সবশেষ তথ্য মতে, গাজীপুরে করোনায় আক্রান্ত প্রায় চার হাজার। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ২৪২ জন আর ভাইরাসটি কেড়ে নিয়েছে ৫০ জনের প্রাণ।

আরও খবর

Sponsered content