ঢাকা

গোপালগঞ্জের দূর্গাপুর ইউনিয়নে ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ সহায়তা বিতরণ

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২১ , ৬:৪০:০৭ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর উপজেলার ১৫ নং দূর্গাপুর ইউনিয়নে ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ সহায়তা বিতরণ করা হয়েছে।
দেশজুড়ে প্রাণঘাতী করোনা (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী /  চলাচলে বিধিনিষেধ আরোপ করায় কর্মহীন হওয়া মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া জি আর (নগদ সহায়তা) প্রদান করা হয়।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ সদর উপজেলার ১৫ নং দূর্গাপুর ইউনিয়নের ৫০০ পরিবারের মাঝে (পরিবার প্রতি নগদ পাঁচ শত টাকা) বিতরণ করা হয়েছে। এছাড়াও প্রতিটি ভিজিএফ কার্ডধারী সুবিধা ভোগীদেরকে নগদ চারশত পঞ্চাশ (৪৫০/=) টাকা প্রদান করা হয়েছে।
দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিব আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার বাসুদেব বিশ্বাস।
এ সময় ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য হাচান শেখ, প্রফুল্ল গোলদার, রাসেল শেখ, গোলাম কিবরিয়া, গণমাধ্যমকর্মী সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by