প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৪ , ৩:২০:০৯ প্রিন্ট সংস্করণ
কামরুন মহিউদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট ও সচেতন নাগরিক ঐক্য কিশোরগঞ্জ যৌথ উদ্যোগে ট্রাষ্ট কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় ট্রাষ্ট চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক এবং মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মহিউদ্দিন আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
গুম বিরোধী ও প্রতিহত করণ সনদে স্বাক্ষর এবং প্রতিবছর ৩০ আগস্ট আন্তর্জাতিক দিবস হিসাবে ঘোষণার অংশ হিসেবে এ দিবসটি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ জেলা সদরের কাজী নজরুল ইসলাম সড়কে অবস্থিত কার্যালয়ে কামরুন মহিউদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য সচিব মোঃ রুহুল আমীন এর সন্চালনায় অনুষ্ঠিত
আলোচনায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সচেতন নাগরিক ঐক্যের উদ্যোক্তা সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহ সারওয়ার, কবি ও সাংবাদিক সাদেক আহম্মেদ, হাফেজ নূরুল আমীন , মোসলেহ উদ্দিন টিউলিপ, সাইদুর রহমান, আইন শিক্ষানবীশ এবি সিদ্দিক চুন্নু, আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় বক্তারা গুমের শিকার ব্যাক্তিদের ও পরিবারের জন্য ৩০ আগষ্ট স্বরনীয় করতে গুম বিচ্ছেদ ও ব্যবচ্ছেদ নিয়ে গণ গবেষণার উদ্যোগ নেয়ার আহবান জানানো হয়। এছাড়াও দীর্ঘ দিনের গুম অপহরণের সংস্কৃতি থেকে চিরতরে জাতি মুক্ত হওয়ায় পরম করুণাময়ের নিকট কৃতজ্ঞতা জানিয়ে দোয়া মুনাজাত করা হয়।