ঢাকা

গোপালগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন 

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৫ , ৭:৪৫:২৩ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন 

গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। 

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জ সুশাসন চত্বরে রংবেরঙের বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। পরে  “নেই পাশে যার, সমাজসেবা আছে তার”- এ প্রতিপাদ্যে সুশাসন চত্ত্বর থেকে একটি ওয়াকাথন বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্ত্বরে গিয়ে শেষ হয়।

এরপর পৌর হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। 

গোপালগঞ্জ পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পাল, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হারুন-অর-রশিদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন। 

এসময় বক্তারা বলেন, সমাজ সেবা অধিদপ্তর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামজিক নিরাপত্তাসহ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে। দেশে পিছিয়ে পড়া মানুষের জন্য নিরলসভাবে কাজ করছে সমাজ সেবা অধিদপ্তর। একটি কার্যকরী ও কল্যাণকর রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান বক্তারা। পরে মুক্ত আড্ডা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিগণ।

আরও খবর

Sponsered content