প্রতিনিধি ২ মার্চ ২০২৫ , ৭:৪৬:০৮ প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জ জেলা প্রশাসন ও গোপালগঞ্জ পৌরসভার যৌথ আয়োজনে রোববার (২ মার্চ) বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ পৌরসভার হলরুমে প্রায় সাত শতাধিক উপকারভোগীদের মাঝে টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
গোপালগঞ্জ পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ও পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সদস্য আব্দুল কাদের সরদার, গোপালগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও পৌরসভার ৯ ও ১১ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সদস্য উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান বলেন, দেশের স্বল্প আয়ের মানুষের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভর্তুকি মূল্যে ডিলারদের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেমন চাল, ডাল, তেল, চিনি, ছোলা এগুলো বিক্রি করে চলেছেন। ন্যায্য মূল্যের এই পণ্যগুলো যেন সঠিকভাবে ঐ সকল প্রকৃত সুবিধাভোগীদের নিকট সঠিক ভাবে পৌঁছায় তার জন্য টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে সরকার। গোপালগঞ্জ পৌরসভায় টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড তৈরির প্রক্রিয়া চলমান রয়েছে। আজকে যারা এ কার্ড পেয়েছেন ভবিষ্যতের জন্য তারা একার্ডগুলো সংরক্ষণ করবেন। টিসিবির এ স্মার্ট ফ্যামিলি কার্ডগুলো তৈরিতে শুরু থেকে শেষ পর্যন্ত যথেষ্ট স্বচ্ছতা অবলম্বন করা হয়েছে। এরপরও যদি জানামতে কোন অসচ্ছল বা নির্ণয়ের লোক বাদ পড়েন তাহলে অবশ্যই পৌরসভায় যোগাযোগ করবেন। পর্যায়ক্রমে তাদেরকেও টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এছাড়া তিনি সুবিধাবীদেরকে প্রতিটি পণ্য সঠিকভাবে ডিলারের নিকট থেকে বুঝে নেওয়ার পরামর্শ দেন সেই সাথে ডিলারদেরকে সততা ও নিষ্ঠার সাথে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড প্রাপ্ত সুবিধাবীদের নিকট সরকার প্রদত্ত ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য বিক্রির অনুরোধ জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও স্থানীয় বিভাগের উপপরিচালক (উপসচিব) বিশ্বজিৎ কুমার পাল।
উল্লেখ্য, পৌরসভায় প্রায় দশ হাজার ব্যক্তি টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করেছেন। তাদের আবেদন যাচাই-বাছাই সাপেক্ষে পরবর্তীতে টিসিবির স্মার্ট কার্ড তৈরি করে তা বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। অনুষ্ঠান শুরুর আগে প্রথমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. রেজাউল করিম পরে পবিত্র গীতা থেকে পাঠ করেন নাড়ু গোপাল সরকার।
এ সময় গোপালগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল হাসান, নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সমাজ উন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলী মোল্লা, পৌর প্রশাসকের একান্ত সহকারী মাহফুজুর রহমান লাবলু, উপকারভোগী সাত শতাধিক নারী-পুরুষ সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।