ঢাকা

গোপালগঞ্জে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২২ , ৭:১২:৫৪ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ :

গোপালগঞ্জে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ শুরু হয়েছে।
” উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ ” -এ স্লোগানকে সামনে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম বেলুন উড়িয়ে দুইদিন ব্যাপী এই ভিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন।

এসময় গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মুন্সী আতিয়ার রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) গোলাম কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাইমিনুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সিনিয়র সহকারী প্রকৌশলী মো হাবিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফয়েজ আহমেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের হাসানুজ্জামান, ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন অর রশিদ, জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম, সরকারি বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আশিষ কুমার দাস, এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চন্দ্র হালদার সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভেলিয়নে বিভিন্ন দপ্তরের ৩১টি স্টল অংশ নিচ্ছে। মেলায় ১২টি স্টার্টআপ প্রদর্শন করা হচ্ছে। এদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হবে। এছাড়াও মেলায় আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা সহ দর্শনার্থীদের জন্য প্রতিদিন মেলায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের আয়োজন রেখেছে আয়োজক কর্তৃপক্ষ। অদ্য বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল পযর্ন্ত এ মেলা চলবে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

আরও খবর

Sponsered content