ঢাকা

গোপালগঞ্জে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ৯ আগস্ট ২০২১ , ৫:১৫:৪৮ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, মহিয়সি নারী ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমতাময়ী মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে গোপালগঞ্জে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে খাবার ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ লক্ষ্যে রোববার (৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ জেলা মহিলা সংস্থা’র কার্যালয়ে সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাসিমা আক্তার রুবেল নিজে উপস্থিত থেকে মহিলা অঙ্গন প্রতিবন্ধী স্কুলের ৫০ জন শিক্ষার্থীর মাঝে দুপুরের খাবার ও করোনা (কোভিড-১৯) মোকাবেলায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করেন।
স্বাস্থ্যবিধি মেনে এ সময় গোপালগঞ্জ মহিলা সংস্থার অন্যান্য সদস্য, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা মহিলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও প্রতিবন্ধী শিশুদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নাসিমা আক্তার রুবেল করোনা মোকাবেলায় সকলকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং জরুরী প্রয়োজনে ঘরের বাহিরে বের হলে‌ অবশ্যই মাস্ক ব্যবহার করতে অনুরোধ জানান।

আরও খবর

Sponsered content

Powered by