রাজশাহী

চৌহালীতে ২০ হাজার গাছের চারা রোপণ শুরু

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২০ , ৮:১৭:৪২ প্রিন্ট সংস্করণ

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের যমুনার ভাঙনকবলিত চৌহালী উপজেলার ৭টি ইউনিয়নে ২০ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাছের চারা রোপন উদ্বোধনের পরই দেশব্যাপী জাতীয় বৃক্ষরোপন অভিযানের অংশ হিসেবে চৌহালী সরকারী কলেজ চত্ত¡রে একটি ফল গাছের চারা রোপন করেন উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার ও ইউএনও দেওয়ান মওদুদ আহমেদ। এসময় উপজেলা দায়িত্বপ্রাপ্ত বনকর্মকর্তা শহিদুল ইসলাম শাহ্আলম ও খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবিষয়ে চৌহালী উপজেলা বনকর্মকর্তা শহিদুল ইসলাম শাহআলাম জানান, দেশ জুড়ে জাতীয় বৃক্ষরোপনের অংশ হিসেবে চৌহালীতে এই কর্মসূচি পালিত হবে। প্রথম ধাপে ৫ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হচ্ছে। পর্যায়ক্রমে ৭টি ইউনিয়নের শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চারাগুলো রোপণ করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by