ঢাকা

গোপালগঞ্জে রং-বেরঙের বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন করলেন ডিসি কাজী মাহবুবুল আলম

  প্রতিনিধি ২২ মে ২০২৩ , ৯:১৫:২৯ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে রং-বেরঙের বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ-২০২৩-এর শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে সোমবার (২২ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকল শ্রেণি- পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে শেষ হয়। পরে সুশাসন চত্বরে  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।  

“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) আজহারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান।

এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান, আ.লীগের প্রবীণ নেতা শেখ মোহাম্মদ রুহুল আমীন সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সেবা প্রত্যাশী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ভূমি সেবা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়া, স্মার্ট ভূমি সেবা সমূহে জনগণকে উদ্বুদ্ধ ও আগ্রহী করা এবং স্মার্ট সেবা সমূহের সুবিধা ভূমি মালিকগণকে জানানোর জন্য ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত এ সেবা সপ্তাহ পালন করা হবে বলে জানান জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

আরও খবর

Sponsered content