চট্টগ্রাম

মিরসরাইয়ে টপসয়েল বিক্রির দায়ে জরিমানা ড্রাম্পার ট্রাক জব্দ

  প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৩ , ৮:১৬:৪৬ প্রিন্ট সংস্করণ

আশরাফ (চট্টগ্রাম) মিরসরাই:

মিরসরাইয়ের করেরহাটে ফসলি জমির উর্ভর মাটি (টপসয়েল) কাটার অপরাধে ১০হাজার টাকাসহ পৃথক অভিযানে ২টি মামলায় ৪০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাদ আদলত। এসময় মাটি পরিবহনের দুটি ড্রাম্পার ট্রাক জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) বিকালে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামে এ ভ্রাম্যমাদ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদাতল পরিচালনা করেন মিরসরাই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান।
ভ্রাম্যমান আদালত সম্পর্কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাটির টপসয়েল বিক্রির সত্যতা পাওয়া যাওয়ায় মাটিকাটা আইনে ফারুক নামে এক ব্যঅক্তিকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মাটি পরিবহনের কাজে ব্যবহৃত দুটি ড্রাম্পার ট্রাক জব্দ করা হয়। আদালত পরিচালনা কালিন সড়কের জায়গা দখল করে দোকানের মালামাল রেখে জনসাধারনের চলাচলের বিঘœ সৃষ্টির দায়ে করেরহাটের মেসার্স তাজমহল এন্টারপ্রাইজকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাথে সাথে উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে একই অপরাধের পুনরাবৃত্তি যেন না ঘটে। এছাড়া তিনি আরো জানান, জনসার্থে এমন অভিযান নিয়মিন চলবে।

 

 

 

 

আরও খবর

Sponsered content

Powered by