প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৪৭:১৩ প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জ জেলা শহরের ব্যাংকপাড়া পদ্মপুকুরপাড় এলাকায় স্থাপিত স্বনামধন্য ল্যান্ডমার্ক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে আয়োজিত বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যান্ডমার্ক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও রাজধানীর মতিঝিল স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক এস্কেন্দার আলী বিশ্বাস। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী শিক্ষক মিমি বালা সড়ক অন্যান্য শিক্ষকগণ। ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক সুজন কুমার গোস্বামী, সহকারী শিক্ষক শাহজালাল ও মল্লিক জামাল উদ্দিন। শিক্ষার্থীদের বয়স ভেদে দৌড় প্রতিযোগিতা, বিস্কুট দৌড় ও ভিতর- বাহির ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী মোরগ লড়াই।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এস্কেন্দার আলী বিশ্বাস।