প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৫ , ৭:২৬:২৫ প্রিন্ট সংস্করণ
বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
বুধবার (১ জানুয়ারি) সকালে ১০৩ নং এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে সরকার প্রদত্ত বিনামূল্যের বই তুলে দিয়ে ২০২৫ সালের বই বিতরণ উৎসবের শুভ সূচনা করেন। এরপর এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, পরে বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এরপর গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, পরে স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান নতুন বই তুলে দেন। এছাড়াও শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
এসময় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ সহ অন্যান্য শিক্ষক, -শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।