দেশজুড়ে

গোপালগঞ্জে ২০০ পরিবারের মাঝে খন্দকার গ্রুপের খাদ্যসামগ্রী বিতরণ

  প্রতিনিধি ৫ মে ২০২০ , ৯:৪০:০৫ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ দেশজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকারি নির্দেশে ঘরবন্দি ২'শ পরিবারকে খন্দকার গ্রুপের নিজস্ব তহবিল হতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

করোনা পরিস্থিতি বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার (৫ মে) সকালে খন্দকার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্জ এ.কে.এম. ফায়েকুজ্জামান মুকসুদপুর  উপজেলার খান্দারপাড় ইউনিয়নের তার নিজ ভাটরা গ্রামে কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ২ লক্ষ ৫০ হাজার টাকার খাদ্যসামগ্রী গোপনে বিতরণ করেছেন।

প্রতি পরিবারের জন্য ১০-কেজি চাল,২-কেজি ডাল,২-কেজি আলু,২-লিটার তেল,২-কেজি ছোলা ও ২-কেজি চিনি সহ একটি প্যাকেটে করে বিতরণ করা হয়।

এছাড়া তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুরুপভাবে নিজস্ব স্বেচ্ছাসেবীর মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন,অসহায় ও দুস্থ পরিবারের ঘরে খুব গোপনে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।

গণমাধ্যমকে খন্দকার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এ.কে.এম. ফায়েকুজ্জামান জানান,দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্মহীনদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম আমি অব্যাহত রাখবো ইনশাল্লাহ।

আরও খবর

Sponsered content

Powered by