প্রতিনিধি ৬ মার্চ ২০২৫ , ৭:৪৫:০৫ প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জে সরকারি ভর্তুকি মূল্যে পৌর এলাকার ৪০০ পরিবার ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য কিনেছেন। গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার
(৬ মার্চ) সকাল ১০ টায় শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে ট্রাক থেকে ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় করছেন টিসিবি’র অনুমোদিত ডিলার দীপক সাহা। স্বল্প আয়ের বিভিন্ন শ্রেণী- পেশার মোট ৪০০ জন নারী-পুরুষ সরকার প্রদত্ত ন্যায্য মূল্যে ভোজ্য তেল ২ লিটার, মসুর ডাল ২ কেজি, চিনি ১ কেজি ও ছোলা ১ কেজি, ১০ টাকা দামের মূল্যের একটি শপিং ব্যাগ মোট ৪৬০ টাকা দিয়ে ক্রয় করেন।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মকর্তাগণ। চাহিদার তুলনায় অনেকে দীর্ঘ সময় লাইনে থেকেও পণ্য কিনতে না পেরে খালি হাতে বাড়ি ফেরেন এবং চরম ক্ষোভ প্রকাশ করেন। গোপালগঞ্জ জেলা প্রশাসনের মাধ্যমে সরকারের নিকট বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন স্বল্প আয়ের মানুষেরা।