প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:০০:১০ প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে জাতীয় শিক্ষার্থী সম্মেলন।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে আগামী ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ উক্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো “The Interplay of Language, Literature and Society: Youth Perspectives” শিরোনামে আয়োজিত হতে যাচ্ছে 1st National Student Conference 2025 বুদ্ধিভিত্তিক উৎকর্ষ, নতুন চিন্তার সন্ধান এবং জ্ঞানের বিস্তারের এক অনন্য মঞ্চ হিসেবে এই সম্মেলন সমগ্র দেশের বিদগ্ধ শিক্ষার্থী, গবেষক ও চিন্তাবিদদের একত্রিত করবে।
এই মর্যাদাপূর্ণ কনফারেন্সে দেশের ২৭টি বিশ্ববিদ্যালয় থেকে ১৫৩ জন মেধাবী প্রেজেন্টার তাদের ১১৫টি উদ্ভাবনী গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। এটি হবে প্রেজেন্টার, অংশগ্রহণকারী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক-শিক্ষকদের এক প্রাণবন্ত মিলনমেলা, যেখানে ৪০০ জনের অধিক শিক্ষাবিদ ও তরুণ গবেষকের সমাগম ঘটবে।
দিনব্যাপী এই আয়োজন বুদ্ধিভিত্তিক অনুসন্ধিৎসা প্রজ্জ্বলিত করার পাশাপাশি একাডেমিক সহযোগিতার পথ সুগম করবে এবং ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজ গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে।