চট্টগ্রাম

গোল্ডেন সন লিমিটেডের ২০তম সাধারণ সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৪ , ৫:৪১:৩৭ প্রিন্ট সংস্করণ

গোল্ডেন সন লিমিটেডের ২০তম সাধারণ সভা অনুষ্ঠিত

বিশ্বব্যাপী খেলনা, ইলেকট্রনিক্স এবং বৈদ্যুতিক সামগ্রী উৎপাদনে খাতের অন্যতম দেশীয় প্রতিষ্ঠান গোল্ডেন সন লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানির চেয়ারম্যান লিন ইউ-চেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন আইসিবি মনোনীত পরিচালক মো. আল আমিন তালুকদার, ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মো. আব্দুর রউফ এবং মো. বাইতুল আমিন ভূঁইয়া।
ব্যবস্থাপনা পরিচালক বেলাল আহমেদ।

স্বাগত বক্তব্যে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বেলাল আহমেদ বলেন, মাত্র ৬ কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা গোল্ডেন সন লিমিটেড আজ ১৫শ কোটি টাকার প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। আমাদের গড়ে প্রতিদিন ১৫ হাজার বৈদ্যুতিক মোটর তৈরি হচ্ছে, যা আগামীতে ৫০ হাজারে উন্নীত করব। আগামী তিন বছরের মধ্যে গোল্ডেন সনকে দেশের আইকনিক প্রতিষ্ঠানে রূপান্তর করব। আমি ভুল থেকে শিক্ষা নিয়েছি এবং প্রতিকূলতাকে জয় করেছি।”

ব্যবস্থাপনা পরিচালক বেলাল আহমেদ প্রতিশ্রুতি দিয়ে বলেন, “গোল্ডেন সন একটি ছোট উদ্যোগ থেকে বড় প্রতিষ্ঠান হিসেবে বিকশিত হয়েছে। কোম্পানি প্রতিষ্ঠার পর থেকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। করোনা মহামারির কঠিন সময়েও থেমে যাইনি। আজ এই প্রতিষ্ঠান নতুন উচ্চতায় পৌঁছেছে।”

সাধারণ সভায় বার্ষিক চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে শেয়ার প্রতি লোকসান আগের বছরের ১১ পয়সা থেকে কমে ৭ পয়সা। শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস): ১৭ টাকা ৯২ পয়সা। শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহ ৬৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ৩৬ পয়সা ঘাটতি ছিল। ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদনে শেয়ারহোল্ডারদের দেড় শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে। পুঁজিবাজারে অবস্থান হিসেবে গোল্ডেন সন লিমিটেড ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এবং বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে। কোম্পানির পরিশোধিত মূলধন ১৭১ কোটি ৭৩ লাখ টাকা, যেখানে মোট শেয়ারের ৩০.২৯ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের, ২৩.০৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের, এবং ৪৬.৬৭ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সভায় কোম্পানির সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এবং জনসংযোগ কর্মকর্তা নুর মোহাম্মদের সার্বিক সহযোগিতায় আরো বক্তব্য রাখেন শেয়ারহোল্ডার আব্দুল ওহাব, এজিএম নজরুল ইসলাম, মোহাম্মদ সেলিম মিয়া, মোহাম্মদ আলমগীর হোসেন, ফারুক হোসেন, হিরার লাল বনিক, মোকাম্মেল হক খান এবং কবির আহমেদ চৌধুরী।
সভার শুরুতে কারখানার সহযোদ্ধা মুজিবুর রহমান কুরআন তেলাওয়াত করেন এবং জেসমিন অ্যান্ড অ্যাসোসিয়েটস চার্টার্ড সেক্রেটারির পক্ষে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাহেদ।

আরও খবর

Sponsered content