দেশজুড়ে

গৌরীপুরে ঈদ উপহার হিসেবে ঘর পেলেন ৩৫ টি ভূমি ও গৃহহীন পরিবার

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২২ , ৬:৫৫:৪২ প্রিন্ট সংস্করণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ময়মনসিংহের গৌরীপুরে জমিসহ ঘর পেলেন ৩৫টি ভূমি ও গৃহহীন পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এ কর্মসূচীর উদ্বোধনের পর স্থানীয় ৩৫ টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। উপজেলা পাবলিক হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, প্রধামন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এ উপজেলায় এর আগে ১২৭টি পরিবারের মাঝে জমিসহ ঘর বুঝিয়ে দেয়া হয়। ৩য় পর্যায়ে আরও জমিসহ ঘর পাবেন ৪২টি পরিবার। তারমধ্যে জমিসহ ৩৫টি ঘর প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে স্থানীয় উপকারভোগীদের মাঝে বুঝিয়ে দেয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by