রংপুর

ঘোড়াঘাটে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প

  প্রতিনিধি ৩ মার্চ ২০২১ , ৯:৪৮:৫৫ প্রিন্ট সংস্করণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :

আঠালো মাটি ও অর্থের অভাবে হারিয়ে যাচ্ছে ঘোড়াঘাটের মৃৎশিল্প। এ পেশা ছেড়ে অন্য পেশা বেছে নিয়েছে মৃৎশিল্প কারিগররা। এ পেশায় নিয়োজিত শত শত কারিগর বেকার হয়ে পরেছে। মৃৎশিল্প

কারিগররা জানান, একদিকে আঠালো মাটির অভাব অন্যদিকে বাজারে প্লাটিক সামগ্রীতে সয়লাব হয়ে পরায় মৃৎশিল্প বিলুপ্তির পথে। ঘোড়াঘাট উপজেলায় ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কিছু সংখক মৃৎশিল্প বংশনুক্রমে এ পেশা ধরে রেখেছে।

তাদের নিপূণ হাতের ছোঁয়ায় আঠালো মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে জীবন জিবিকা নির্বাহ করছেন। এমনটিই বলেছেন গবিন্ধপুর গ্রামের মৃৎশিল্পরা। তারা বলছেন, একদিকে আঠালো মাটির অভাব অন্য দিকে মাটির দাম বেশি। তার উপর বাজার প্লাটিকের জিনিসপত্রে সয়লাব। প্লাটিকের জিনিস দেখতে সুন্দর ও টেকসই হওয়ায় লোকজন প্লাটিকের জিনিসপত্রের দিকে ঝুঁকে পরেছে।

তাই দিন দিন মাটির তৈরি জিনিসপত্র বাজারে চাহিদা কম হওয়ায় বেচাকেনা কম। এ দিয়ে সংসার চলছে না বিধায় অনেকে এ পেশা ছেড়ে অন্য পেশা বেছে নিয়েছে। মৃৎশিল্প বাঁচিয়ে রাখতে সরকারের নজরদারিসহ পৃষ্টপোষকতার মাধ্যমে এ পেশাকে টিকিয়ে রাখতে সচেতন মহল জোর দাবি জানান।

আরও খবর

Sponsered content

Powered by