প্রতিনিধি ১৩ মার্চ ২০২৫ , ৫:২৫:১০ প্রিন্ট সংস্করণ
পবিত্র মাহে উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর টেরি বাজার এলাকায় বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নগরীর টেরিবাজারের ছিদ্দিক ছাতা মার্কেটে ত্রুটিপূর্ণ স্কেল দিয়ে পরিমাপ করার অপরাধে জেএসপ্লাজা নামক প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও উক্ত মার্কেটের ব্যবসায়ীদের সিএম লাইসেন্স বিহীন বিএসটিআই-এর বাধ্যতামূলক পণ্য ক্রয় ও বিক্রয় হতে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা সেতু। এতে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের কর্মকর্তা জারিন তাসনিম, ফিল্ড অফিসার (সিএম) ও মো. রাশেদ দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম বিএসটিআইয়ের সহকারী পরিচালক নিখিল রায় বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।