বরিশাল

পুলিশি সেবায় মুগ্ধ ঝালকাঠি জেলার মানুষ

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২০ , ৮:০৭:৪৬ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান (পিপিএম-সেবা) ঝালকাঠি জেলায় যোগদানের পর থেকেই আন্তঃজেলা ডাকাত চক্র গ্রেফতার, মাদক ও জুয়ারীদের আত্মসমপন, পারিবারিক বিরোধের শান্তিপূর্ন সমাধান, জমি-জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, ওয়ার্ডে-ওয়ার্ডে সকল পেশা ও শ্রেণীর জনগণের সমন্বয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গি, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী মতবিনিময় সভাসহ সাধারণ মানুষকে পুলিশি সেবা দিয়ে সবার মুখে মুখে সৎ পুলিশ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসানের নাম। ছোট বড় যে কোন সমস্যায় পড়লে ছুটে আসেনএ পুলিশ কর্তার দপ্তরে। প্রতিদিন এ কর্মকর্তার কার্যালয়ে শত শত লোক নানা সমস্যা নিয়ে হাজির হন। এ পুলিশ কর্তার পুলিশি সেবায় ঝালকাঠিবাসী মুগ্ধ। এ পুলিশ কর্মকর্তার প্রতি সাধরণ মানুষের আস্থা বেড়েই চলায় প্রতিদিন শত শত সাধরণ মানুষ সমস্যার শান্তিপুর্ণ সমাধানের জন্য এ সৎ অফিসারের কার্যলয়ে উপস্থিত হচ্ছেন ন্যায় বিচারে জন্য। এ পুলিশ কর্তার হস্তক্ষেপে ও পুলিশি সেবায় উপকৃত কয়েকজন জানায়, বছরের পর বছর আদালতে ঘুরেও কোন সমাধান না পেয়ে এ পুলিশ কর্মকর্তার কাছে এসে সু-বিচার ও উভয়ের মাঝে শান্তিপুর্ণ সমাধানের পথ খুজে পেয়ে তারা আনন্দের সাথে মিলেমিশে শান্তিতে বসবাস করতেছে। এ রকম হাজার সুনাম কুড়িয়েছেন এ পুলিশ কর্মকর্তা । অপরদিকে ঝালকাঠির সচেতন মহল প্রশংসায় ভাসছেন এ পুলিশ কর্মকর্তা। তাদের দাবী ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপারের মত পুলিশি সেবা ও দয়িত্বশীল ও নিষ্ঠাবান অফিসার প্রতিটা জেলায় দরকার তাহলে আমাদের দেশে আর কোন অপরাধ থাকবে না। এদিকে অপরাধীদের আতংক এ পুলিশ কর্মকর্তা অপরাধ দমনে ঝালকাঠি জেলায় চুরি ডাকাতি সহ গুরুতর অপরাধ এখন নেই বললেই চলে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান (পিপিএম-সেবা) বলেন, যতদিন বেঁচে থাকবো এ ভাবেই মানুষের কল্যাণে সেবা করব। পুলিশ জনগণের বন্ধু তাই যতদিন পুলিশের পোশাক আমার গায়ে থাকবে ততদিন নিজেকে সাধারণ মানুষের মাঝে সেবা ও আইনি সহায়তায় সততার সাথে কাজ করে যাব।

আরও খবর

Sponsered content

Powered by