চট্টগ্রাম

চট্টগ্রামে এলডিপি’র পদযাত্রা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৮ জুলাই ২০২৩ , ৭:৩৩:০৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক অবাধ-সুষ্ঠু জাতীয় নির্বাচন ও বিদ্যুৎ-গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর উর্দ্ধগতির প্রতিবাদে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চট্টগ্রামের উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে নগরীর প্রেস ক্লাব চত্ত¡রে পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি মোঃ নুরুল আলম। মহানগর এলডিপির আহবায়ক গিয়াস উদ্দিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পদযাত্রা কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা জেলা এলডিপির সহ-সভাপতি ফজলুল কাদের তালুকদার, উত্তর জেলা এলডিপির সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন, দক্ষিণ জেলা এলডিপির সাধারণ শিমুলসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

এতে বক্তরা বলেন, দেশে বিদেশে প্রত্যাখাত হয়ে সরকার এখন দিশেহারা। অতীতের ন্যায় রাতের আঁধারে ভোট আয়োজন করে আবারও ক্ষমতায় থাকার যে স্বপ্ন তারা দেখছেন এদেশের জনগণ তা কখনোই পূরণ হতে দিবে না। জনমতের প্রতি সম্মান দেখিয়ে সরকারের উ”িত নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেয়া। দেশে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখা সম্ভব নয়, এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন জনগন মেনে নিবে না বলে বক্তারা দাবি করেন।

আরও খবর

Sponsered content