রাজশাহী

জয়পুরহাটে প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২১ , ৪:৪৩:০৭ প্রিন্ট সংস্করণ

জয়পুরহাট প্রতিনিধি :

যাচাই-বাছাইয়ের নামে প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জয়পুরহাট সদর উপজেলার মুক্তিযোদ্ধাগণ। সোমবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জয়পুরহাট সদর উপজেলার সাবেক কমান্ডার আফছার আলীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধার সন্তান মঞ্জুরুল ইসলাম। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধা আফছার আলী বলেন, স্বাধীনতার প্রায় ৫০ বছর পর যাচাই-বাছাইয়ের নামে প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানি করা হচ্ছে। আর রাজাকার এবং তাদের সন্তানরা সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে। সংবাদ সম্মেলনে তিনি যাচাই-বাছাইয়ের নামে প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানি বন্ধের দাবি জানান। এসময় মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, আবু তৈয়ব আলী মন্ডল, এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by