দেশজুড়ে

চট্টগ্রামে করোনায় আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ৯৮৫

  প্রতিনিধি ২ আগস্ট ২০২১ , ১২:৫০:১৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৮৫ জন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১১ জন। করোনা শনাক্তের হার ৩৫.৩৫ শতাংশ।

রোববার (১ আগস্ট) গভীর রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

তিনি আরও জানান, উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে, লোহাগাড়ার ২২ জন, সাতকানিয়ায় ১১ জন, বাঁশখালীর ১৫ জন, আনোয়ারায় ১৪ জন, চন্দনাইশ তিনজন, পটিয়ার ৪৪ জন, বোয়ালখালীতে ৩১ জন, রাঙ্গুনিয়ায় ৫৭ জন, রাউজানে ১৫ জন, ফটিকছড়িতে ২৭ জন, হাটহাজারীতে চারজন, সীতাকুণ্ডে ১৬ জন, মিরসরাই ১৩ জন ও সন্দ্বীপে ২১ জন রয়েছেন।

সিভিল সার্জন জানান, চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৮৭১ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৬২ হাজার ৭৮০ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ২১ হাজার ৯১ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চারজন নগরের বাসিন্দা,  আর বাকি সাতজন নগরের বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৯৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৮৭ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৩৯৭ জন।

এর আগে, শুক্রবার চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ১১ জন। ওই দিন করোনা আক্রান্ত হয়েছিলেন এক হাজার ৯২৭ জন।

 

আরও খবর

Sponsered content

Powered by