দেশজুড়ে

কাহালুর পাইকড় ও নারহট্র ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ সামগ্রী বিতারণ

  প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১২:৪২:০৩ প্রিন্ট সংস্করণ

আব্দুল মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির জরুরী ত্রাণ সামগ্রী  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্য সামগ্রী) বৃহস্পতিবার বগুড়ার কাহালুর পাইকড় ইউনিয়নের ২’শ কর্মহীন পরিবারের মাঝে বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।

এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), পাইকড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাইকড় ইউ পি চেয়ারম্যান মো. মিটু চৌধুরী, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. আবু তাহের, পাইকড় ইউ পি সচিব তাজুল ইসলাম, ইউ পি সদস্য হাফিজার রহমান বোস্তামী, আলীনুর আহসান পাপ্পু, ছোলাইমান আলী, ওমর আলী, আজমল হোসেন, সৈয়দ আলী, খোরশেদ আলম, মোসলে উদ্দিন, সারোয়ার কাজী, জাকিয়া সুলতানা মিষ্টি, আঞ্জুয়ারা বেগম, শেফালী আকতার প্রমূখ। এছাড়াও করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির জরুরী ত্রাণ সামগ্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্য সামগ্রী) বৃহস্পতিবার বগুড়ার কাহালুর নারহট্র ইউনিয়নের বাড়ী বাড়ী গিয়ে ২’শ জন পরিবারের মাঝে পৌঁছে দিলেন নারহট্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নারহট্র ইউ পি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল। এ সময় উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার শামীম ইকবাল, উপ-সহকারি কৃষি অফিসার জিয়াউল হক, নারহট্র ইউ পি সচিব মো. সোয়াইব, একটি বাড়ী একটি খামারের প্রতিনিধি পীযুষ কুমার, নারহট্র ইউ পি সদস্য আনজুয়ারা বিবি, হাছনা বানু (পারুল), রশিদা আলম (ওছিলা), তোতা মিয়া শাহানা, চাঁনমিয়া সরকার (ধলু), হারুন অর রশিদ, শহিদুল ইসলাম, আব্দুল বারী, মীর হবিবর রহমান, গোলাম রব্বানী মন্ডল, আবু সাঈদ মন্ডল (বেনু), জামাল উদ্দিন প্রাং।

আরও খবর

Sponsered content

Powered by