প্রতিনিধি ৯ জুন ২০২৪ , ৮:০০:৫২ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন আবিদার পাড়া খাল থেকে জসিম উদ্দিন নামে ৮ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। জসিম উদ্দিন ডবলমুরিং থানা এলাকায় মা-বাবার সঙ্গে বসবাস করতো। বাবা রিকশাচালক। মা বাক প্রতিবন্ধী।
রবিবার (৯ জুন) শিশুটির লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার বলেন, খালে ভাসমান অবস্থায় শিশুটির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের জানায়।
আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।