চট্টগ্রাম

চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ,অবরোধ,পিকেটিং

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৩ , ৪:৪৫:২৯ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ,অবরোধ,পিকেটিং

অবৈধ তফসিল বাতিল,আওয়ামী সরকারের পদত্যাগ,কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং আমীরে জামায়াত ডা.শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তি, দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে কেন্দ্র ঘোষিত ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ,সড়ক অবরোধ ও পিকেটিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নগরীর পাঁচলাইশ,চকবাজার সদরঘাট ও আকবরশাহসহ বিভিন্ন এলাকায় কেন্দ্র ঘোষিত অবরোধ কর্মসূচির সমর্থনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে নগর,থানা ও ওয়ার্ডের নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন,গণবিরোধী সরকার আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করে একতরফা নির্বাচন করার ষড়যন্ত্র শুরু করেছে। সে ষড়যন্ত্রকে বাস্তব রূপ দেওয়ার জন্যই সারাদেশে গায়েবী মামলা ও গণগ্রেফতার চালানো হচ্ছে। কিন্তু জনগণ সরকারের এই চক্রান্ত মেনে নেবে না বরং একতরফা তফসিল বাতিল করা না হলে জনগণ রাজপথে দুর্বার ও অপ্রতিরোধ্য আন্দোলন গড়ে তুলবে। অবিলম্বে ঘোষিত তফসিল বাতিল করে নির্দদলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

আরও খবর

Sponsered content

Powered by