দেশজুড়ে

ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকারের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

  প্রতিনিধি ৯ মার্চ ২০২১ , ৭:০৫:২১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

প্রতিবছর ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় যা নারীদের দ্বারা প্রাপ্ত কৃতিত্ব এবং সমস্যাগুলো তুলে ধরে। এই বছরের নারী দিবস কোভিড -১৯ মহামারিকে সামনে রেখে একেবারে আলাদা।

জাতির সকল মহামারী থেকে বেরিয়ে আসার জন্য পুনরুদ্ধার পরিকল্পনা শুরু করার সাথে সাথে নারী ও মেয়েদের প্রাপ্তি করণ এবং বর্জনকে অবসান করার এখনি উচ্চ সময়।

আন্তর্জাতিক নারী দিবস ২০২১এর থিমটি হলো “নেতৃত্বে নারী”।  কোভিড ১৯ বিশ্বে সমান ভবিষ্যৎ অর্জন কিভাবে নারী তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং তা নির্ধারণের ক্ষেত্রে সমান অংশীদার করা যায় তা হাইলাইট করে।

আর ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার তথা IYCM এর দ্বারা উদযাপিত নারী দিবসের প্রতিপাদ্য হলো – “আমরা কেনো নারীকে নির্যাতন করবো না কোনো নারীকে নির্যাতিত হতে দিবো না”। 

IYCM এবার গণস্বাক্ষর কার্যক্রমের পদক্ষেপ নেয় যেখানে জনসাধারণ তাদের বিশ্বাসের প্রেক্ষিতে স্বাক্ষর করেন, সংগঠনটির বিশ্বাস গৃহীত এই ছোট একটি পদক্ষেপ এবং আগামীর কর্মসূচিগুলো আমাদের সমাজের বিশ্বাস ও তার পরিবর্তনে সহায়ক হবে। IYCM এর পক্ষ থেকে সকলকে নারী দিবসের শুভেচ্ছা জানানো হয়।

আরও খবর

Sponsered content

Powered by