চট্টগ্রাম

চট্টগ্রামে জামায়াতের সহযোগী সদস্য সমাবেশ

  প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৪ , ৬:৩৯:০৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে জামায়াতের সহযোগী সদস্য সমাবেশ

চট্টগ্রাম নগরীর টেরিবাজারে জামায়াতের সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আন্দরকিল্লা ওয়ার্ডের নায়েবে আমীর ও টেরীবাজার দক্ষিণ সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি শামসুল হক সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা ফয়সাল মুহাম্মদ ইউনুস।

প্রধান অতিথি বলেন, জনগণের নিকট জামায়াতের তিন দফা দাওয়াত ও চার দফা কর্মসূচি পৌঁছে দিয়ে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। জামায়াতে ইসলামীর জনশক্তিদের সমাজের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে নিজেকে কুরআন ও সুন্নাহর চর্চা বাড়াতে হবে।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, মজলিসে শূরা সদস্য ও কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, কোতোয়ালী থানার বায়তুলমাল সম্পাদক মাওলানা মুহাম্মদ ফেরদাউস, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং আন্দরকিল্লা ওয়ার্ড আমীর নুরুল কবির ও আন্দরকিল্লা ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ ওসমান গনি।

এ সময় কোতোয়ালী থানার প্রচার ও অফিস সম্পাদক এইচ.এম ইমদাদ উল্লাহ, জামায়াত নেতা মাওলানা মুহাম্মদ ইউসুফ, জাকারিয়া আলম, জানে আলম, নুরুল হক, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল মনসুরসহ টেরিবাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content