চট্টগ্রাম

চট্টগ্রামে ‘জেএএম ফাউন্ডেশনের উদ্যোগে’ শীতবস্ত্র বিতরণ

  প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৫ , ৭:১৪:৪২ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে 'জেএএম ফাউন্ডেশনের উদ্যোগে' শীতবস্ত্র বিতরণ

সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়িয়ে মানবিক প্রচেষ্টার মাধ্যমে সকলের সহযোগিতায় সমস্যার সমাধানের উদ্যোগ হতে পারে ইতিবাচক পরিবর্তনের প্রথম পদক্ষেপ। যার যার অবস্থান থেকে অসহায় পীড়িত মানুষের সহায়তায় এগিয়ে আসতে হবে। দেশের সকল সমস্যা সমাধানে সরকারের দিকে চেয়ে না থেকে সামর্থ্যবানদের সহযোগিতার হাত বাড়াতে হবে। তবেই সাম্য ও মানবিক বাংলাদেশ গঠন সহজতর হবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সাবেক কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ।

বুধবার বিকালে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলি এলাকায় ‘জেএএম ফাউন্ডেশনের’ উদ্যোগে নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে গরিব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, ফ্যাসিবাদ বিতাড়িত হলেও দেশ এখনও পুরোপুরি ষড়যন্ত্রমুক্ত হয়নি। পতিত সরকারের মদদপুষ্টরা এখনও নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তুলতে নানা কুটচাল চালিয়ে যাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচারের দোসরদের প্রতিহত করতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কর্মকান্ড যেনো দলের ভাবমূর্তিতে বিরূপ প্রভাব না ফেলে সেদিকে সজাগ থাকতে হবে। এমন কোনো কর্মকান্ড করা যাবে না, যার জন্য দলের ইমেজ ক্ষুন্ন হবে। দল কারো দুষ্কর্মের দায় নেবে না। যারাই অনৈতিকতার সাথে জড়িত হবে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে।

১০ নম্বর উত্তর কাট্টলী বিএনপির সভাপতি রফিক উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আকবরশাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন মঈনু, মাইনুদ্দিন চৌধুরী, শামসুল আলম, আব্বাস রশিদ, ফরিদুল আলম, আইয়ূব খান প্রমুখ।

আরও খবর

Sponsered content