চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রাকচাপায় পোশাককর্মীর মৃত্যু

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২৪ , ৬:৪৬:৪০ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে ট্রাকচাপায় পোশাককর্মীর মৃত্যু

চট্টগ্রামে ট্রাকচাপায় ঝুমুর আক্তার (১৮) নামের পোশাক কারখানার এক নারীকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকালে অটোরিকশাযোগে অফিসে যাওয়ার পথে উল্টোদিক থেকে আসা একটি ট্রাক নগরীর অলংকারের বিটেক মোড় এলাকায় ওই শ্রমিককে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে নিহত ওই পোশাক শ্রমিকের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূর আলম আশেক বলেন, ‘অটোরিকশা করে কর্মস্থলে (গার্মেন্টসে) যাওয়ার পথে ট্রাকচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। তবে তিনি কোন কারখানায় চাকরি করতেন বা কোন এলাকার বাসিন্দা তা এখনো জানা যায়নি।’

আরও খবর

Sponsered content