রংপুর

সৈয়দপুর পৌরসভার ১৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা

  প্রতিনিধি ১৪ আগস্ট ২০২০ , ৬:২৩:০৬ প্রিন্ট সংস্করণ

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর প্রথম শ্রেণির সৈয়দপুর পৌরসভার নবম পরিষদের শেষ বাজেট পেশ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার অধিবেশন কক্ষে ১৩৮ কোটি ৫২ লাখ ৭৩ হাজার ৩৭৯ টাকার বাজেট পেশ করেন পৌর মেয়র আমজাদ হোসেন সরকার। এসময় বক্তব্য রাখেন প্যানেল মেয়র জিয়াউল হক, শাহিন আকতার, কাউন্সিলর আল মামুন সরকার, মনজুর আলম, কাজী জাহানারা ও প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলীসহ অন্যরা।
বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ২২ কোটি ৬৯ লাখ ৫৮ হাজার ২৭৬ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৪৩ লাখ ৩ হাজার ১ শ ১১ টাকা। উন্নয়ন খাতে আয় ১১৩ কোটি ৯ লাখ ৭০ হাজার ২৬৮ টাকা। যা সম্পূর্ণভাবে বিভিন্ন উন্নয়ন কল্পে ব্যয় করা হবে বলে জানান পৌর মেয়র। তিনি বলেন, উন্নয়ন প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো আধুনিক পৌর সুপার মার্কেট নির্মাণ, সুইপার কলোনী ও শিশু পার্ক, স্টাফ কোয়ার্টার, অফিস ভবন, ব্যাকবোন ড্রেন নির্মাণ। এগুলো চলমান রয়েছে। সে সাথে পৌর কমিউনিটি সেন্টার নির্মাণ। যা প্রায় ৯০ শতাংশ ইতোমধ্যেই সম্পূর্ন হয়েছে। ২২ টি বৃহৎ প্রকল্প ২০২০-২০২১ অর্থ বছরে বাস্তবায়ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাজেট পেশ শেষে মোবাইল ফোনে পৌরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেয়র। এরপর ২০১৯ সলের পৌরবৃত্তি পরিক্ষায় উত্তীর্ণ ৯০ মেধাবীর মধ্যে সরকারি প্রাথমিক, কিন্ডারগার্টেন ও জুনিয়র বিভাগে প্রথমমস্থান অধিকারী ৩ শিক্ষার্থী ও তার বাবা-মাকে পুরস্কৃত করা হয়। তাদের হাতে ১০ হাজার করে টাকার চেক তুলে দেন তিনি।

Powered by