চট্টগ্রাম

চট্টগ্রামে তিন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৪ , ৭:৩৮:১৩ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে তিন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রাম নগরীর একটি বাসা থেকে সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া তিন আসামি হলেন মো. সেলিম, সাজু ও মনির হোসেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকার নোয়াহাট থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। এরপর থেকে আসামিরা পলাতক ছিলেন।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার পুলিশ জানতে পারে মাদক মামলার তিন সাজাপ্রাপ্ত আসামি একটি বাসায় অবস্থান করছে। পুলিশের একটি টিম দ্রুত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এসআই মো. আবদুল্লাহ জানান, অভিযান চালিয়ে এক বাসা থেকে মাদক মামলার তিন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আরও খবর

Sponsered content