বাংলাদেশ

‘খালেদা জিয়ার কিডনি ও হার্ট নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা’

  প্রতিনিধি ১১ মে ২০২১ , ৩:৫৪:১৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে। তবে কিডনি ও হার্ট নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। মঙ্গলবার (১১ মে) গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশযাত্রা নিয়ে আইনের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।’

মির্জা ফখরুল আরও বলেন, বেগম জিয়াকে নিয়ে কটূক্তি করা হচ্ছে এটি খুবই দুঃখজনক, এ সমস্ত বক্তব্য যারা দিচ্ছে তাদের সংযত হওয়া উচিত।

এর আগে রোববার (৯ মে) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো যাবে না।

তিনি বলেন, খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয় জানিয়েছে তার সাজা মওকুফ ছাড়া তাকে বিদেশ পাঠানো যাবে না। এ মতামত অনুযায়ী খালেদা জিয়ার পরিবারের আবেদন মঞ্জুর হবে না।

বুধবার (৬ মে) রাত ৮টায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিদেশে চিকিৎসা করতে যাওয়ার আবেদনটি করেন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার। এরপর আবেদনটির আইনি দিক পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও খবর

Sponsered content

Powered by