চট্টগ্রাম

চট্টগ্রামে প্রাইভেটকারসহ চোর গ্রেফতার

  প্রতিনিধি ২১ মে ২০২৪ , ৭:২৩:০৮ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে প্রাইভেটকারসহ চোর গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে চুরি হওয়া প্রাইভেটকারসহ চোরকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। মঙ্গলবার (২১ মে) নগরীর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, চান্দগাঁও থানাধীন খাজা রোডস্থ একটি ভবনের নিচতলার পার্কিং থেকে চোর চক্র একটি প্রাইভেট চুরি করে নিয়ে যায়। এমন অভিযোগে উক্ত বিষয়ে চান্দগাঁও থানায় এজাহার দায়ের করেন গাড়ীর মালিক তাসফিয়া আনজুম (২৯)। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্য প্রযুক্তি ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের ঐ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামির হেফাজত থেকে বাদীর শনাক্ত মতে চোরাই যাওয়া প্রাইভেটকারটি উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করা হয়।

আরও খবর

Sponsered content