চট্টগ্রাম

চট্টগ্রামে বিমান বিধ্বস্তের ঘটনায় এক পাইলটের মৃত্যু

  প্রতিনিধি ৯ মে ২০২৪ , ৪:৩৬:৪৭ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে বিমান বিধ্বস্তের ঘটনায় এক পাইলটের মৃত্যু

চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ বিএনএস পতেঙ্গা হাসপাতাল (বিএনএস ঈসা খাঁ) চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার (৯ মে) দুপুর সাড় ১২ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বন্দর জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা। জানা যায়, বিমানে দুইজন পাইলট ছিলেন যাদের মধ্যে উইং কমান্ডার সুহান, যিনি আহত অবস্থায় জহুরুল হক ঘাঁটির মেডিকেল স্কোয়াড্রন (SQN) তে চিকিৎসারত আছেন।

অপরজন স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। যিনি বিএনএস ঈসা খাঁ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। বন্দর ডিসি শাকিলা সোলতানা জানিয়েছেন, ‘বানৌজা ঈসা খাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসিম জাওয়াদ নামে একজনের মৃত্যু হয়। আহত আরেক পাইলটকে চিকিৎসা দেয়া হচ্ছে। মারা যাওয়া স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটের সময় চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন জহুরুল হক ঘাঁটির বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (YAK-130, RUSSIAN) যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। চট্টগ্রাম বোট ক্লাবের নিকটে ১১ নং ঘাটের নতুন পতেঙ্গা টার্মিনালের অপর পাশে কর্ণফুলী থানাধীন এইচ এম স্টিল মিল প্রান্তে কর্নফুলী নদীতে তলিয়ে যায়।

আরও খবর

Sponsered content

Powered by