বাংলাদেশ

১০ ডিসেম্বর নয়াপল্টনেই গণসমাবেশ: মির্জা ফখরুল

  প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২২ , ৫:১২:২২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনেই ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ হবে। তবে এর মধ্যে গ্রহণযোগ্য কোনো বিকল্প আমাদের কাছে এলে তা বিবেচনা করে দেখা হবে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঘিরে রেখেছে পুলিশ। এ অবস্থায় কীভাবে সেখানে সমাবেশ হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘১০ ডিসেম্বর আমরা সেখানে যাব। এরপর জনগণই ঠিক করবে কী হবে।’

এদিকে, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বুধবার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর আজ বৃহস্পতিবারও চলছে কড়াকড়ি। নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় একাধিক চেকপোস্ট বসিয়েছে পুলিশ। আইডি কার্ড দেখেই পুলিশ এসব এলাকায় জনসাধারণকে ঢুকতে দিচ্ছে।

কড়াকড়ির বিষয়ে আজ সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, ‘নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় একটি ক্রাইমসিন, এখানে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশেষজ্ঞ টিম কাজ করছে। এ কারণেই সবার প্রবেশ নিষিদ্ধ রয়েছে।’

আরও খবর

Sponsered content

Powered by