চট্টগ্রাম

চট্টগ্রামে বিশ্ব মান দিবস উদযাপিত 

  প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৪ , ৬:৪৮:২৫ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে বিশ্ব মান দিবস উদযাপিত

“সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান” এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব মান দিবস উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিএসটিআই এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের প্রধান প্রকৌশলী মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট সৈয়দ মাহবুবুল হক এবং ক্যাবের সভাপতি এস এম নাজের হোসেন প্রমূখ।

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম ড্রিংকিং ওয়াটার এসোসিয়েশনের ফয়সাল আব্দুল্লাহ, বনফুল গ্রুপের জিএম আমানউল্লাহ আমান, বিআরএসএমের ম্যানেজার মোঃ ইমরুল কায়েস, ইউনিলিভার বাংলাদেশের সাইট কোয়ালিটি ম্যানেজার মো. রিফাত মাহমুদ, ট্রান্সকম বেভারেজ লিমিটেডের প্রোডাকশন ম্যানেজার মো. সরওয়ার পারভেজ, ক্যাব চট্টগ্রাম এর যুগ্ম সম্পাদক সেলিম জাহাঙ্গীর এবং আবুল খায়ের গ্রুপের মোঃ জহিরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, শুধুমাত্র আইন করে বা শাস্তি দিয়ে গুণগত মান নিশ্চিত করা যাবে না, বরং সবাইকে সচেতন হতে হবে। বিশ্ব চায় সর্বক্ষেত্রে একটি মান। সকল পণ্যের মান কীভাবে উন্নত করা যায়, সে লক্ষ্যে কাজ করতে হবে।

আরও খবর

Sponsered content