রাজশাহী

আক্কেলপুরে শহীদদের স্বরণে বধ্যভূমির রাস্তায় বৃক্ষ রোপণ

  প্রতিনিধি ১৬ জুন ২০২১ , ৮:৪৯:৫৮ প্রিন্ট সংস্করণ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনধি :

জয়পুরহাটের আক্কেলপুরে শহীদদের স্বরণে বধ্যভূমিতে যাবার নবনির্মিত রাস্তার দুই পাশে প্রায় শতাধিক কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলার পৌর শহরে অবস্থিত বেলার মাঠ বধ্যভূমি নামক স্থানে নবনির্মিত রাস্থায় উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এই সব কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম হাবিবুল হাসান, উপজেলা বন কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা বজলুল রশিদ মন্টু প্রমুখ। বৃক্ষ রোপণকালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, মহান মুক্তিযোদ্ধে শহীদদের স্মৃতি ধরে রাখা ও তাদের সম্মান দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের বাস্তবায়নে রাস্তার দু’পাশে প্রায় শতাধিক কৃষ্ণচূড়ার গাছ লাগানো হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by