চট্টগ্রাম

চট্টগ্রামে ভেজাল মরিচ বিক্রি করে গুনলো ৪০ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৪ , ৭:৩১:৩৮ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে ভেজাল মরিচ বিক্রি করে গুনলো ৪০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর কালামিয়া বাজার এলাকায় খাবারের অনুপযোগী পটকা মরিচ চূর্ণ করে গুঁড়া মরিচ হিসেবে বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেব নাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, দুপুরে বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় খাবারের অনুপযোগী পটকা মরিচ চূর্ণ করে গুঁড়া মরিচ হিসেবে বিক্রির অপরাধে হাজী নজবী আহমেদ সওদাগরের মিলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও খবর

Sponsered content