প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৪ , ৪:৫৬:৩৫ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। চট্টগ্রামের প্রশাসন, সরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক, ক্রীড়া, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।
মহানগর বিএনপি :: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ’র সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিজয় দিবসের র্যালী ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাতা হোসেন, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বক্তব্যে রাখেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন । এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিমুদ্দিন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য তারিকুল ইসলাম তেনজিং, শামসুল আলম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। সমাবেশ শেষে জননেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য বিজয় র্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এতে বিএনপির হাজার হাজার নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ জনগণ অংশ নেন।
মহানগর জামায়াত :: জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি শাহজাহান চৌধুরী। চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজারস্থ বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মিলনায়তনে আয়োজিত উক্ত আলোচনা সভায় নগর জামায়াতে সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফুর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল ও কোতোয়ালি থানা আমীর আমির হোছাইন, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. খাইরুল আনোয়ার, কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমেদ, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী প্রমূখ।
মহানগর যুবদল :: মহান বিজয় উপলক্ষে মোশাররফ হোসেন দীপ্তি ও মুহাম্মদ শাহেদের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর যুবদলের বিজয় র্যালী করেছে। র্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাজীর দেউড়ি মোড়ে সংক্ষিপ্ত এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সি. সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, মো. মুছা, মিয়া মো. হারুন, হায়দার আলী চৌধুরী, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান, অরুপ বড়ূয়া, মো. আলী সাকী, সাবেক যুগ্ম সম্পাদক মো. হুমায়ুন কবির, মো. এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, হেলাল হোসেন, গুলজার হোসেন, সাবেক সহ সাধারণ সম্পাদক ওসমান গনি, শাহজালাল পলাশ, জাফর আহমেদ খোকন, সাবেক সম্পাদক মন্ডলী’র সদস্য নুর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মুহাম্মাদ সাগির, গাজী ফারুক, মহিউদ্দিন মুকুল, ইফতেখার শাহরিয়ার আজম, সাবেক সহ সম্পাদক আতিকুর রহমান, কামরুল ইসলাম, মোহাম্মদ হাসান, মোহাম্মদ শাহেদুল ইসলাম শাহেদ, হামিদুল হক চৌধুরী, সিরাজুল ইসলাম সিকদার, মাস্টার ফজলুল রহমান, আনোয়ার হোসেন আনু, আরিফ হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিবির :: মহান বিজয় দিবস উপলক্ষে বিশাল বিজয় র্যালী করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর। এতে প্রধান অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক ডা. উসামা রাইয়ান, কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মোঃ শহীদুল ইসলাম, মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি নাহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি তানজির হোসেন জুয়েল, মহানগর দক্ষিণের সেক্রেটারি ইব্রাহিম হোসেন রনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মোহাম্মদ ইবরাহীম, জেলা সভাপতিবৃন্দ, মহানগর ও সকল জেলা শাখার সেক্রেটারীয়েটসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী।
কমার্স কলেজ ছাত্রদল :: মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। কমার্স কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান রায়হানের সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়সাল উদ্দিনের সঞ্চালনায় প্রতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিঠু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক নূর জাফর নাঈম রাহুল, সদস্য ইমরান হোসেন বাপ্পি, ডিএইচ শিশির। এসময় আরও উপস্থিত ছিলেন কমার্স কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন চৌধুরী, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, সদস্য আরাফাত হোসেন, রবিউল, মারুফ, নাইমুল, জীন্নাহ ওয়াবেদ,ওয়াজিদ, রাফি, শরিফ, মহিউদ্দিন সহ শিক্ষার্থীবৃন্দ।
চট্টগ্রাম প্রেস ক্লাব :: মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব। ক্লাবের ভিআইপি লাউঞ্জে ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসসের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির দস্য মুস্তফা নঈম, গোলাম মাওলা মুরাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মইনুদ্দিন কাদেরী শওকত, প্রেস ক্লাবের সাবেক পাঠাগার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, দৈনিক পূর্বদেশ’র স্পোর্টস এডিটর সাইফুল্লাহ চৌধুরী, ওয়াহিদ জামান মিন্টু, বাসসের বিশেষ প্রতিনিধি মিয়া আরিফ, ছাত্র সমন্বয়ক চৌধুরী সিয়াম প্রমূখ। এর আগে সকালে চট্টগ্রামের স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রেস ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।