চট্টগ্রাম

চট্টগ্রামে যাত্রী কল্যাণ সমিতির আলোচনা সভা

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৩ , ৭:০৪:২৮ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে যাত্রী কল্যাণ সমিতির আলোচনা সভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম থেকে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সংসদ সদস্য পদপ্রার্থীদের রাজনৈতিক ইশতেহারে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি কর্ণফুলী টানেল ঘিরে দেশের প্রধান শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার দাবী করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যান সমিতি চট্টগ্রাম মহানগর আয়োজিত ”চট্টগ্রামে আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার রাজনৈতিক অঙ্গিকার চাই” শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এই দাবী জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থসম্পাদক মোজাহিদুল ইসলাম, সংগঠনের সিনিয়র সহ সভাপতি আব্দুল জলিল, সহ সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন, অর্থ সম্পাদক আব্দুর রহিম প্রমূখ।

সভায় বক্তারা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম থেকে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের পদপ্রার্থীদের নির্বাচনী ইশতেহারে এসব যানবাহন উচ্ছেদ করে স্মার্ট গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কি পদক্ষেপ নেওয়া হবে তা তাদের স্ব-স্ব নির্বাচনী ইশতেহারে তুলে ধরার দাবী জানান। সভায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব রাজধানী ঢাকার জনসংখ্যার চাপ কমাতে ঢাকার বিকেন্দ্রীকরণ দাবী করেন। চট্টগ্রাম শহরকে দেশের বানিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা গেলে ওয়ান সিটি টু টাউন আদলে এখানে প্রশাসনের কিছু গুরুত্বপূর্ণ অফিস আদালত সম্প্রসারণ করে চট্টগ্রামকে দেশের প্রধান শহর হিসেবে গড়ে তোলা সম্ভব বলে উল্লেখ করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by