চট্টগ্রাম

চট্টগ্রামে লায়ন্সের প্রাক্তন জেলা গভর্ণররা সংবর্ধিত

  প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:২৪:২১ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে লায়ন্সের প্রাক্তন জেলা গভর্ণররা সংবর্ধিত

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রাক্তন জেলা গভর্ণরদের সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে লায়ন্স জেলা গভর্ণর কোহিনুর কামালের সভাপতিত্বে ও অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন অশেষ কুমার উকিলের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথমে প্রাক্তন জেলা গভর্ণরদের উত্তরীয় পরিয়ে সম্মানা স্মারক তুলে দেয়া হয়। এসময় জেলা গভর্ণর বলেন, প্রাক্তনদের সম্মানিত করার রীতি বা যে রেওয়াজ লায়ন্সে বিদ্যমান তা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এতে করে আমরা আমাদের পূর্বসুরীদের দেখানো পথ এবং তাদের কর্ম মূল্যায়ন ও অনুসরণ করে নিজেদের গতিপথ নির্ধারণ করতে পারি। তাছাড়া নতুন পুরাতনদের মধ্যে একটা আন্তঃযোগাযোগ তৈরী হওয়ার ফলে সেবাকর্মে গতিশীলতা আসে।

সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদ্য প্রাক্তন জেলা গভর্ণর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন মোসলেহ উদ্দিন অপু, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন কামরুজ্জামান লিটন প্রাক্তন জেলা গভর্ণরদের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে লায়ন এম এ মালেক, লায়ন রফিক আহমেদ, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন ডাঃ শ্রী প্রকাশ বিশ্বাস, লায়ন কবির উদ্দিন ভুইয়া, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোসতাক আহমেদ, লায়ন শাহ আলম বাবুল, লায়ন নাসির উদ্দিন চৌধুরী, লায়ন আল সাদাত দোভাষ, লায়ন সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারী লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম এবং অনুষ্ঠান কমিটির সেক্রেটারী লায়ন খোরশেদ আনোয়ার চৌধুরী।

সম্মাননার জবাবে প্রাক্তন জেলা গভর্নরবৃন্দ তাদের সেবা বর্ষের এবং লায়নিজমের নানা স্মৃতিময় কর্মযজ্ঞ তুলে ধরেন। সেই সাথে আগামীর পথচলায় যোগ্য ও সেবার মানসিকতা সম্পন্ন নেতৃত্ব নির্বাচনে পরামর্শ দেন।

আরও খবর

Sponsered content