চট্টগ্রাম

চট্টগ্রামে সম্মিলিত পেশাজীবী পরিষদের সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৪ , ৭:৫৩:১০ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে সম্মিলিত পেশাজীবী পরিষদের সংবাদ সম্মেলন

নিজেদের অবস্থান তুলে ধরে কাংখিত সংস্কারসহ নানা বিষয়ে গঠনমূলক প্রস্তাবনা তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম। শনিবার নগরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এসব প্রস্তবনা তুলে ধরেন সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার সদস্য ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নে (সিএমইউজে) সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ। সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার আহ্বায়ক জাহিদুল করিম কচির পরিচালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক নেতা অধ্যাপক নসরুল কদির, অ্যাডভোকেট এনামুল হক, ডা. হারুন, ডা. আব্বাস, অ্যাডভোকেট হাসান আলী, ইঞ্জিনিয়ার বেলায়েত, ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লা, জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার সুমন, অ্যাডভোকেট মফিজউল্লাহ, অ্যাডভোকেট সানজি ও ইঞ্জিনিয়ার কিবরিয়া প্রমূখ।

সংবাদ সম্মেলনে বিভিন্ন পেশার বিশেষজ্ঞ ব্যক্তিত্ব ও বিদগ্ধজনদের সমন্বয়ে একটি ‘জাতীয় সংস্কার কমিশন’ গঠন করে তার সুপারিশনামার আলোকে সংবিধান, বিচার বিভাগ, প্রশাসনসহ সর্বস্তরে একটি মৌলিক সংস্কারের পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। সেই সাথে গত ১৫ বছর ধরে গুম, খুনে জড়িতদের এবং সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মানবতা বিরোধী গণহত্যার পরিকল্পনাকারী, আদেশদাতা ও হত্যায় প্রত্যক্ষভাবে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও উত্থাপন করা হয়।

আরও খবর

Sponsered content