রাজশাহী

নাটোরে ভেজাল গুড় তৈরির দায়ে তিনজনের জরিমানা

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২১ , ৫:২৫:৩৫ প্রিন্ট সংস্করণ

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে তিনজন গুড় ব্যবসায়ীর ৯০হাজার টাকা জরিমানা করা হয়েছে। নাটোর র‌্যাব ক্যাম্পের (সিপিসি-২), একটি বিশেষ অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মো. মাসুদ রানার নেতৃত্বে শনিবার রাতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চাঁচকৈর পুরান পাড়া এলাকার মো. মোক্তার শাহ (৪৫), মো. আব্দুর রহিম ওরফে সুজন (২৭) ও মো. আল আমিন সোনার (৩৫) কে আটক করে। এসময় ২৫ হাজার কেজি ভেজালগুড় ,৫ কেজি হাইড্রোজ, ১০হাজার গুড় তৈরির প্লাষ্টিকের বাটি, ৫০ টি গুড় তৈরির সিলভারের পাতিল, ২০০ কেজি ময়দা, ১ হাজার গুড় তৈরির মাটির বাটি উদ্ধার করা হয়।
নাটোরের গুরুদাসপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ভূমি) মো. আবু রাসেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিদের প্রত্যেককে ৩০হাজার টাকা করে সর্বমোট ৯০হাজার টাকা জরিমানা আদায় করেন।

আরও খবর

Sponsered content

Powered by