চট্টগ্রাম

চট্টগ্রামে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৩ , ৫:০০:৩৯ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে মো: আবুল হোসেন নামের জিআর সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। বুধবার (২০ ডিসেম্বর) নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মোঃ আবুল হোসেন চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানাধীন লালদিঘী পেট্রোল পাম্প স্ট্যান্ড এলাকার মৃত সবুজ মিয়ার ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক জানান, কোতয়ালী থানার এএসআই রনেশ বড়ুয়া, সাইফুল আলম ও রুবেল মজুমদার নগরীর বায়েজিদ বোস্তামী অক্সিজেন মোড় এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামী আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে। সে পাহাড়তলী থানার একটি মামলায় ১ বছরের সশ্রম কারাদন্ড ও নগদ ১ হাজার টাকা অর্থদন্ড সাজাপ্রাপ্ত আসামী।

আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content