দেশজুড়ে

ফরিদপুরে গাছের গুড়ি ফেলে বিএনপির হরতাল অবরোধ

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৩ , ৩:২১:৪৫ প্রিন্ট সংস্করণ

ফরিদপুরে গাছের গুড়ি ফেলে বিএনপির হরতাল অবরোধ

বিএনপির সিনিয়র যুগ্ম মহা সচিব রুহুল কবীর রিজভী হরতালের দ্বিতীয় দিন সোমবার (৬ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আবারও বুধবার ৮ নভেম্বর সকাল ৬ টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল অবরোধের ডাক দেন। সে ডাকা হরতাল সমর্থনে ফরিদপুর জেলা বিএনপির নেতাকর্মীরা ঢাকা খুলনা মহাসড়ক কৃষি কলেজের সামনে গাছের গুড়ি ও  টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধের চিত্র দেখা যায়।

বুধবার (৮ নভেম্বর)  সকালে জেলার কোতোয়ালি থানার আওতায় মহাসড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে গাড়ি যেতে ব্যহত করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। ফরিদপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এর নেতৃত্ব এ হরতাল সমর্থনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

এ বিক্ষোভ হরতার অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজর রহমান সবুজ, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক খাইরুল ইসলাম রোমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদল জয়নাল প্রামানিক সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এম এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়ে রাস্তা থেকে গাছের গুড়ি ও টায়ার সরিয়ে পরিস্কার করেন। পুলিশ গিয়ে কাউকে পাননি। তবে হরতাল অবরোধ সমর্থনকারীদে রুখে দিতে পুলিশ সড়কে টহলরত অবস্থায় রয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by